২৪ অক্টোবর ২০২৫

বিনামূল্যে বীজ-সার পেলেন বোয়ালখালীর ৪২১ কৃষক

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে রবি মৌসুমে (২০২২-২৩) প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।

কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

এসময় রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৪২১ জন প্রান্তিক কৃষকদের মাঝে পৃথকভাবে ২ কজি ভুট্টা, ১ কেজি সরিষা, ১ কজি সূর্যমুখী, ১০ কেজি চীনা বাদাম, শীতকালীন মুগ ৫ কেজি ও ৮ কেজি খেসারি বীজ এবং ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আরও পড়ুন