২৩ অক্টোবর ২০২৫

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী “পলায়ন (Desertion)” শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়েছেন। বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সংশ্লিষ্ট তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তদের মধ্যে রয়েছেন:

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) সঞ্জিত কুমার রায়
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীম
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত
সারদা পুলিশ একাডেমির ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম
পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. আসাদুজ্জামান
খাগড়াছড়ি এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি মো. জায়েদুল আলম
এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন
রেঞ্জ ডিআইজি অফিস, রাজশাহী অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মূখার্জী
একই কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা
উখিয়া ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস
ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন
পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান
এটিইউতে সংযুক্ত ও রংপুর মেট্রোপলিটনের সাবেক উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন
ডিআইজি (কমান্ড্যান্ট) মহা. আশরাফুজ্জামান

খোরপোষ ভাতা পাবেন বরখাস্তকালীন সময়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন