বাংলাধারা প্রতিবেদন »
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাউদার্ন মেডিকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সাউদার্ন মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২৭১ পরিবারকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসমগ্রী।
সাউদার্ন মেডিকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ তাদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ২৭১ অসহায় ও দুস্থ পরিবারকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে সাউদার্ন মেডিকেল কলেজ পরিবার ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্যসহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ফান্ড কালেকশন থেকে বিতরণ পর্যন্ত যারা এই ত্রাণ কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ছিল তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













