৪ নভেম্বর ২০২৫

বিপন্ন মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সিটি ব্যাংক

বাংলাধারা প্রতিবেদন »

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সিটি ব্যাংক।

সারাদেশে আটটি সেন্টারের মাধ্যমে ২০ হাজার দুঃস্থ পরিবারের প্রতিটির কাছে পৌঁছানো হচ্ছে ১০ কেজি চালসহ মোট ১৮ কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যার মাধ্যমে আনুমানিক ১ লাখ মানুষের এক সপ্তাহের অন্ন সংস্থান হবে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মাধ্যমে ১৫০০ কর্মহীন পরিবার সিটি ব্যাংকের এই ত্রাণসামগ্রী পেতে যাচ্ছে। খাদ্যসামগ্রী হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। সার্বিক সহায়তা করেন এডিশনাল কমিশনার মিসেস আমেনা বেগম।

এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় আছেন ডিসি (নর্থ) বিজয় বসাক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের কর্পোরেট ব্যাংকিং প্রধান কায়েস চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ব্যাংকিং রিজিউনাল হেড আনিসুর রহমান, কর্পোরেট ইউনিট হেড সাইফুল ইসলাম চৌধুরী, ট্রেড হেড ইসমাইল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার শাহাদাত মাজেজ এবং অন্যান্য বিভাগের প্রধান ও ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই কার্যক্রমের সার্বিক তদারকি করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এই মানবিক উদ্যোগের ব্যয় নির্বাহ হয়েছে ব্যাংকের সকল কর্মীর একদিনের বেতন প্রদান এবং সেই সঙ্গে পরিচালনা পর্ষদ অনুমোদিত ব্যাংক থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া, নোয়াখালী, কুমিল্লা এবং টাঙ্গাইল জেলায় স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী এখন সঠিক হাতে পৌঁছে দেয়ার কাজ চলছে।

বিট পুলিশিং-এর মাধ্যমে প্রত্যেক বিটে বিটে সামাজিক দূরত্ব বজায় রেখে নীরবে-নিভৃতে পৌঁছে যাবে এই খাদ্যসামগ্রী।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ প্রসঙ্গে বলেন, সিটি ব্যাংক সবসময় দেশের যে কোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন