১০ নভেম্বর ২০২৫

বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ যুবক আটক

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ২৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- আব্দুল হালিম (৩৪) এবং আরফাতুল ইসলাম (২৪)।

রোববার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টায় দিদার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মে) সন্ধ্যায় দিদার মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ২৪০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর চকবাজার থেকে আরও একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬ লাখ ৭২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন