বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে কটাক্ষ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। শুধু তাই নয়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্বোধন করা শিক্ষা প্রতিষ্ঠানের নামফলক ভেঙে ফেলেছেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় ও জেলার নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
শনিবার (১১ মার্চ) লোহাগাড়া উপজেলার পাদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসআই চৌধুরীর স্মরণ সভার বক্তৃতায় প্রকাশ্যে ব্যারিস্টার বড়ুয়ার নাম ধরে সমালোচনা করেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার সূত্রপাত গত শক্রবার। এদিন সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি এমএ মোতালেব কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করা হয়।সেখানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিপ্লব বড়ুয়া অতিথি হিসেবে থাকলেও স্থানীয় সংসদ সদস্য নদভী ছিলেন না। এই সংসদ সদস্যের অভিযোগ, ওই কলেজ ভবন তার চাহিদাপত্রের (ডিও লেটার) ভিত্তিতে নির্মিত হলেও উদ্বোধনী অনুষ্ঠানে তাকেই আমন্ত্রণ জানানো হয়নি।
সেখানে নদভী বলেন, ‘বিপ্লব বড়ুয়া সাহেব এই ধরনের কর্মপরিধি উদ্বোধন করতে চান, ভবিষ্যতে তাহলে নির্বাচন করেন। এমপি হয়ে আসেন। তারপর উদ্বোধন করেন। আপনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়ে, দপ্তর সম্পাদক হয়ে নিয়মের বাইরে কাজ করতে পারবেন না। এই ধরনের প্রকল্প উদ্বোধনের জন্য ভবিষ্যতে আসতে পারবেন না। আমি সহজ মানুষ নই। আমি বাধা দেব।’
তিনি আরও বলেন, ‘এমপি কে হবে, নমিনেশন কে পাবে, এটি প্রথমে আল্লাহর তদবিরের ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা-নির্দেশনা। প্রধানমন্ত্রী যাকে দেবেন সেই নির্বাচন করবে। আমিও হতে পারি, অন্যজনেও হতে পারে। ১০০ কোটি টাকা খরচ করব যারা বলেন—‘ওডা তুই ১০০ কোটি টাকা খরচ গইললে, আই এক হাজার কোটি টাকা খরচ গইজ্জম। হথা ইন কিইল্লায় হডদে (তুমি ১০০ কোটি টাকা খরচ করলে, আমি ১ হাজার কোটি টাকা খরচ করব)।’
এই বক্তব্যের দুদিনের মাথায় রবিবার (১২ মার্চ) ওই কলেজের ভবন উদ্বোধনের ফলক ভেঙে ফেলা হয়। বিপ্লব বড়ুয়ার নাম ধরে নদভীর প্রকাশ্য বক্তব্য ও শিক্ষা উপমন্ত্রী নওফেলের নামফলক ভাঙা নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতা-কর্মীরা নদভীর সমালোচনা করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘দলে সব সময় ত্যাগী নেতাদের স্থান দেওয়া উচিত। কেউ শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিলে সেটি দল মেনে নেবে না।’
বাংলাধারা/এআই












