৩ নভেম্বর ২০২৫

বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় থানায় জিডি

বাংলাধারা প্রতিবেদন »  

নাম পরিচয় গোপন করে ভুয়া নাম ব্যবহার করে ফেসবুক আইডি ব্যবহার করছে কতিপয় অসাধু ব্যক্তি ও গোষ্ঠী । প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক নেতা কিংবা সামাজিক মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের সামাজিক ভাবে হেয় করার লক্ষে নানারকম কুৎসা রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।

রোববার (১৯ জুলাই) ঠিক তেমনি ভুয়া ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করে পোস্ট করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন জিকো বড়ুয়া নামে এক আইনজীবী।

জানা গেছে, জিকো বড়ুয়া আইন পেশায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহকারী হিসেবে কাজ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিনয় বড়ুয়া নামে একটি আইডি খুলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হয়। সেখানে প্রদীপ বড়ুয়া নামে আরেকজন তা সমর্থন করে মন্তব্য করেন। এতে করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সম্মান হানি হয়েছে। তাই এ ঘটনায় আইনজীবী জিকো বড়ুয়া থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ