বাংলাধারা স্পোর্টস »
২০১২ সালে প্রথম এবং একমাত্র বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল চেলসি। আর তারপর আট মৌসুম কেটে গেলেও খেলা হয়নি ইউরোপের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টের ফাইনালে। অন্যদিকে এই সময়ে চারটি ফাইনাল খেলে চারবারই শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। তবে বুধবার (৫ মে) স্ট্যামফোর্ড ব্রিজে রিয়ালকে পাত্তাই দিল না অল ব্লুজরা। ঘরের মাঠে ২-০ গোলের ব্যবধানে লস ব্ল্যাঙ্কোসদের হারিয়ে ফাইনালের টিকিট কাটে চেলসি। আর তাতেই চ্যাম্পিয়নস লিগে দুই বছর পর আবারও অল ইংলিশ ফাইনাল দেখা যাবে।
রিয়ালের ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। তবে তাতেও ছিল আধিপত্য। গোটা ম্যাচ জুড়ে রিয়ালের ওপর ছড়ি ঘুরিয়েছিল থমাস তুখেলের দল। স্টেডিয়াম বদলালেও বদলায়নি ম্যাচের চিত্র। স্ট্যামফোর্ড ব্রিজেও গোটা ম্যাচ জুড়ে রিয়ালের ওপর ছড়ি ঘোরালো অল ব্লুজরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে জিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে ইস্তনাবুলের উড়োজাহাজ ধরল লন্ডনের ক্লাবটি।
চেলসির হয়ে ম্যাচের ২৮তম মিনিটে কাই হার্ভাটজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন টিমো ভার্নার। আর ম্যাচের শেষ মুহূর্তে ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেন মেসন মাউন্ট। রিয়ালের মাঠে প্রথম লেগে চেলসির হয়ে গোল করেছিলেন কাই হার্ভাটজ আর রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন করিক বেনজেমা।
বাংলাধারা/এফএস/এআর













