স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ জুন) এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রম অঙ্গনে পরিষদের সভাপতি শ্রীকান্ত দে’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ।
এতে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. জুয়েল দাশ, রাঙ্গুনিয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক চন্দন দত্ত। পরে বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী পাঠ করেন সুখবরণ চৌধুরী।
দ্বিতীয় অধিবেশনে গত কমিটিকে বিলুপ্ত করে সংগঠক বাবলু শীলকে সভাপতি ও চন্দন দত্তকে সাধারণ সম্পাদক এবং রাজীব দে’কে অর্থ সম্পাদক করে দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ। সান্ধ্যাকালীন প্রার্থনায় যোগ দিয়ে রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনা করেন শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ। বিজ্ঞপ্তি













