২৩ অক্টোবর ২০২৫

বিমানের জেট ফুয়েলের দাম কমল

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন মূল্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

কমিশন জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এই দাম শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্তভাবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মজুত ও বিপণন খরচ প্রতি লিটারে ৪.০৪ টাকা এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ প্রতি লিটারে ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী বিপিসির প্রস্তাব এবং পদ্মা অয়েলের সুপারিশের ভিত্তিতে ২৩ মার্চ এক গণশুনানি অনুষ্ঠিত হয় এবং ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামত গ্রহণ শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন