২৫ অক্টোবর ২০২৫

 বিমানের বিশেষ সুবিধা নাকচ করলেন খালেদা জিয়া

যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের প্রস্তাবিত বিশেষ সুবিধা গ্রহণ না করে মানবিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস ২৮ দিন পর আগামী ৫ মে (সোমবার) তিনি দেশে ফিরছেন।

জানা গেছে, খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরবেন। ফ্লাইটটি স্থানীয় সময় ৪ মে সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ফ্লাইটটি সিলেটে অবতরণ করে পরে ঢাকায় পৌঁছাবে।

তবে খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনায় বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি আগে ঢাকায় নামানোর প্রস্তাব দিয়েছিল, যাতে তার সময় ও শারীরিক কষ্ট কিছুটা কমে। কিন্তু তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। সহযাত্রীদের ভোগান্তি এড়াতে তিনি মূল রুটেই যাত্রা করার সিদ্ধান্ত নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বাংলাদেশ বিমান ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে। সরকার ও বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে আগে ঢাকায় অবতরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বেগম জিয়া তা নাকচ করে যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়েছেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন