৪ নভেম্বর ২০২৫

বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর কর্মকর্তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার  কাজ করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) যশোর বিমান বাহিনীর একাডেমিতে ৭৬তম বাফা ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী আরও বলেন, বিমান বাহিনীর জন্য আধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র ক্রয় করা হচ্ছে; দেয়া হচ্ছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর বিমান বাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করে।৯৬ সালে  সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টি নাইন ক্রয় করা হয়।যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে।   এখন বিমান বাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকস। ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।

ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধনস্তদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যেতে হবে।নবীনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ব্রত হলো নিঃস্বার্থ ভাবে সবার পাশে দাঁড়ানো ও দেশের সেবা করা।সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার তাগিদ দেন শেখ হাসিনা।ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে বিমান বাহিনী  বৈশ্বিক মানের হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ