স্পোর্টস ডেস্ক »
বার্সার সমর্থকদের জন্য আছে সুখবর। বিয়ের মত জীবনের স্মরণীয় ঘটনাকে আরো স্মরণীয় রাখতে চাইলে বিয়ের ক্লাব হিসেবে ভাড়া নিতে পারবে ক্যাম্প ন্যু। বাংলাদেশি টাকায় ২ লাখ খরছ করলেই সম্ভব ক্যাম্প ন্যু তে নিজের বিয়ের দিন টি রাঙাতে।
অর্থনৈতিক ভাবে ধুকতে থাকা ক্লাবটি এবার এমনই ঘোষনা দিলো।
দেড় থেকে দুই লাখ টাকা খরছ করলে ২৫ থেকে ৫০ জন অতিথি নিয়ে ফাউন্ডেশন লাউঞ্জে বাজানো যাবে বিয়ের বাদ্যি।
১৩ হাজার ৫০০ ইউরো বা প্রায় ১৩ লাখ টাকা খরছ করলে ৩০০ থেকে এক হাজার অতিথির জন্য ভাড়া নেওয়া যাবে গ্র্যান্ডস্ট্যান্ড হল। কেবলই বিয়ে নয়, যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানও করা যাবে এখন ক্যাম্প ন্যুতে।
এখন দেখার পালা ক্যাম্প ন্যুতে বিয়ের হিড়িক কেমন হয় ।













