১৫ জানুয়ারি ২০২৬

বিয়ের পিঁড়িতে বসার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আলী আব্বাসের

বিয়ের আর কয়েক দিন বাকি। কেনাকাটাসহ বিয়ের সব প্রস্তুতিও শেষ। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই মো. আলী আব্বাসের (২৯) নামের এক যুবকের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিলখাঁর হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পিএবি সড়কে চলন্ত পথে মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মো. আলী আব্বাস। পরে দ্রুত পাশের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. আলী আব্বাস আনোয়ারা উপজেলার একটি ইউনিয়নের ঝিওরী গ্রামের হাফেজ গোলাম শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ মুছার ছেলে।

নিহতের চাচাতো ভাই জানান, কিছুদিনের মধ্যেই আলী আব্বাসের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কেনাকাটাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি শ্বশুরবাড়ি থেকে আনোয়ারায় নিজ এলাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে চলছে শোক ও মাতম।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, সকালে আমরা খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ