২৩ অক্টোবর ২০২৫

বিয়ে করলেন জামিল-মুনমুন

ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই একের পর এক বিয়ের খবরে সরগরম দেশের শোবিজ অঙ্গন। সম্প্রতি ছোট পর্দার পরিচিত মুখ শামীম হাসান সরকার বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার খবর জানান। এরপর কনটেন্ট ক্রিয়েটর রাবা খান ও সংগীত পরিচালক-নির্মাতা আরাফাত মহসিনের বিয়ের খবরে আনন্দে ভাসে ভক্তরা।

এই ধারাবাহিকতায় এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় জুটি—জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। দীর্ঘদিনের প্রেমের সফল পরিণতি হিসেবে গত ৬ এপ্রিল (রোববার) রাতে দুই পরিবারের সম্মতিতে উত্তরায় সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

অভিনেত্রী মনিরা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে একটি ছবি পোস্ট করে জামিল লেখেন, “আলহামদুলিল্লাহ।”

খবরটি প্রকাশ হতেই শুভেচ্ছার জোয়ারে ভাসে জামিল ও মুন। অভিনেত্রী শাহনাজ খুশি, জিনাত শানু স্বাগতা সহ অনেক তারকা অভিনয়শিল্পী অভিনন্দন জানিয়ে লিখেছেন— “ভালোবাসা ও দোয়া রইল তোমাদের জন্য।”

জামিল হোসেন দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর মাধ্যমে আলোচনায় আসেন। এরপর ছোট পর্দায় সুনাম কুড়িয়েছেন একাধিক নাটকে অভিনয় করে।

অন্যদিকে, মুনমুন আহমেদ মুন শোবিজে যাত্রা শুরু করেন বিজ্ঞাপনের মাধ্যমে। পরে নাটকে অভিনয় শুরু করে স্বল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন