৩ নভেম্বর ২০২৫

বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে তরুণীর আত্মহত্যা

সাতকানিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে এসে রনি আক্তার (২২) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ মার্চ) রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ায় সাব্বির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

রনি আক্তার কক্সবাজার জেলার পেকুয়ার টইটং ইউনিয়নের ধলিয়া ঘাটা দেলোয়ার পাড়ার জাকের হোসেনের মেয়ে।

জানা গেছে, সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভী পাড়ার সাব্বির আহমদের ছেলে আমিনুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পেকুয়ার ওই তরুণীর। তরুণী বিয়ের জন্য আমিনকে চাপ দিলে সে তালবাহানা শুরু করে। সোমবার রাত ১০টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। সেখানে আমিনুলের বোন ও তার স্বামী ডিস ব্যবসায়ী এনামের সঙ্গে কথাকাটাকাটি হয় ওই তরুণীর।

এ সময় তরুণীকে নির্যাতন করলে একপর্যায়ে ওই তরুণী বিষপান করেন। অসুস্থ অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তাঁর।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, সোমবার রাতে মেয়েটি প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে আসে। পরে ক্ষোভের বসে মেয়েটি বিষপান করলে লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন