বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডেকে বৈঠকের আগেই ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক তরুণকে হ’ত্যা করে প্রতিপক্ষ।
সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহমান একই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহ মীমাংসার উদ্দেশ্যে ওইদিন রাতে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে আজিজ মেম্বারের দোকানের সামনে।
বৈঠক শুরু হওয়ার আগেই আব্দুর শুক্কুরের তিন শ্যালক মো. রিয়াদ, মো. সোহেল ও মো. জামালের সঙ্গে ছোট ভাই আব্দুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।