১ নভেম্বর ২০২৫

বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে জেসিআই চিটাগাং-এর উদ্যোগ ‘জলশিরি’

কালুরঘাটে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন

স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং বাস্তবায়ন করেছে মানবকল্যাণমূলক প্রকল্প ‘জলশিরি’।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কালুরঘাটের শিকারপুর এলাকায় আনন্দঘন পরিবেশে প্রকল্পটির উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় জেসিআই চিটাগাং স্থাপন করেছে একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যা প্রতিদিন প্রায় ৩০০ জন স্থানীয় বাসিন্দাকে বিশুদ্ধ পানীয় জলসহ ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজে ব্যবহারের উপযোগী পরিশোধিত পানি সরবরাহ করবে। এই উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির অভাব পূরণে সহায়ক ভূমিকা রাখবে।

জেসিআই চিটাগাং ২০২৫-এর প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী-এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত-এর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়।

প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী বলেন,

“জেসিআই চিটাগাং-এর লক্ষ্য তরুণদের মানোন্নয়নের পাশাপাশি সমাজের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ‘জলশিরি’ প্রকল্পের মাধ্যমে আমরা বিশুদ্ধ পানির মতো একটি মৌলিক মানবাধিকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরে গর্বিত।”

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন,

“স্থানীয়দের প্রয়োজন অনুযায়ী প্ল্যান্টটি ডিজাইন ও স্থাপন করা হয়েছে। এটি দীর্ঘমেয়াদে টেকসইভাবে সেবা দিতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চিটাগাং-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মইন উদ্দিন নাহিদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী, ট্রেজারার ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুন্তাসির আল মাহমুদ (রাহি) ও সাহেদ আলি সাকি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, ডিরেক্টর জাওয়াদ রহমান ও জিয়া উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।
অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ