বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি কাঁচা ঘর ও দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় বিশ্ব কলোনি সি ব্লকের বাইতুন নুর মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
তিনি বলেন, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশন জানায়, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুইটি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলে জানায় স্টেশন।
বাংলাধারা/এফএস/এআর













