পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২০৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে এই রান নিয়ে জিততে হলে বোলিংয়ে অতীমানবিয় কিছুই করতে হবে। কিন্তু বাংলাদেশের বোলিং হলো ঠিক তার উল্টোটা। ফখর জামান ও আবদুল্লাহ শফিকি দুই ওপেনারই বড় রান পেয়েছেন। ওপেনিং জুটিতেই ১২৮ রান তুলেছে পাকিস্তান। পরের কাজটা দারুণভাবে শেষ করেছেন মোহাম্মদ রিজওয়ান।
৩২.৩ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের জন্য ২০৫ রান তুলে ফেলেছে পাকিস্তান। এই হারে বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভবনা আনুষ্ঠানিকভাবে শেষ হলো বাংলাদেশের। সাথে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়েও বড় শঙ্কা তৈরি হলো। আজ বিশ্বকাপের সপ্তম ম্যাচ খেলতে নেমে ষষ্ঠবার হারল বাংলাদেশ।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নয় নম্বরে বাংলাদেশ। চলতি বিশ্বকাপের সেরা আট দল খেলবে আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে। আফগানিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তারপর আজকের ম্যাচসহ টানা ছয় ম্যাচ হারল সাকিব আল হাসানের দল। দুদিন আগে হেরেছে যোজন যোজন পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষেও। সবগুলো ম্যাচই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে ২০৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছেন দুই পাকিস্তানি ওপেনার। প্রত্যাশামতো রান করতে না পারা ইমাম উল-হকের জায়গায় আজ ওপেনিংয়ে ফখর জামানকে নামিয়েছে পাকিস্তান। পরিবর্তনটা কাজে লেগেছে দারুণভাবে।













