২৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছেন হামজা, বইছে উৎসব

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী আসছেন দেশে! লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর তার আগমনের খবরে উৎসবের আমেজ হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।

সোমবার (১৭ মার্চ) লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সরাসরি সিলেটে পৌঁছাবেন হামজা। সঙ্গে থাকছেন তার মা, স্ত্রী ও সন্তান। এরপর সেখান থেকে ছুটবেন নিজের গ্রামের বাড়িতে, যেখানে গ্রামবাসী তাকে বরণ করতে নিচ্ছে নানা প্রস্তুতি।

প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটির সাবেক এই তারকা বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এবার দেশের ডাকে সাড়া দিয়ে নামছেন আন্তর্জাতিক মঞ্চে।

বাবার গর্ব, গ্রামবাসীর উচ্ছ্বাস

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, “দেশের প্রতি ভালোবাসা থেকেই সে বাংলাদেশ দলে খেলতে এসেছে। এমন আরও খেলোয়াড় ফিরলে ২০৩০ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাবো!”

হামজার চাচা দেওয়ান গোলাম মাসুদ জানান, “গ্রামের গর্ব হামজাকে সংবর্ধনার আয়োজন করেছি। ওর জন্য পুরো গ্রাম অপেক্ষায় আছে!”

ভারতের বিপক্ষে অভিষেকের সম্ভাবনা

২০ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে তার।

বাংলাদেশের ফুটবলে নতুন যুগের শুরু হতে যাচ্ছে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হামজা চৌধুরী!

ইমন/বাংলাধারা স্পোর্টস

আরও পড়ুন