বাংলাধারা প্রতিবেদন »
বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলকে বিমানবন্দরে বরণ করে নেওয়া হয়েছে। তাদের বরণ করে নিতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তা ব্যক্তিরা। ফুল-মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয় ভারতকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেট দলকে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেট দল। আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান।
তখন বাহিরে অপেক্ষা করছিল জনতা। বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানাতে বিভিন্ন ব্যানার–ফেস্টুন আর জাতীয় পতাকা নিয়ে তারা অবস্থান করছিলেন। ক্রিকেটারদের ছবি দিয়ে সাজানো একটি বাসে করে বিমান বন্দর থেকে বের হন আকবর আলী, তৌহিদ হৃদয়রা। একই বাসেই মিরপুরের উদ্দেশ্যে যাত্রা করেন বিসিবি প্রধান। ক্রিকেটার বাসের পেছনে ছিল শত শত মোটর সাইকেল।
রাতে বিশ্বজয়ী যুবা ক্রিকেটারদের সম্মানে আয়োজিত হতে যাচ্ছে নৈশভোজ। এর আগে বিসিবি কার্যালয়ে তাদের সংবর্ধনা দেবে বিসিবি।
বাংলাধারা/এফএস/টিএম













