চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র ইউনিয়নের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অভাব রয়েছে। এর জন্য চাকসু নির্বাচন দিতে হবে৷ ছাত্র ইউনিয়ন চায় চাকসু নির্বাচনের দৃশ্যমান অগ্রগতি হোক।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে চবি সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফী নিতুর সঞ্চালনায় পরিচিতি অনুষ্ঠানে গৌরচাঁদ ঠাকুর বলেন, কমিটি নির্বাচিত হওয়ার পর লাখো শহীদের রক্তের নামে আমরা শপথ গ্রহণ করেছি। এ শপথ ক্যাম্পাসের সকল অন্যায়- অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের শপথ।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আবাসন- পরিবহনসহ সকল সমস্যার সমাধানে আন্দোলনের কর্মসূচি দিবে ছাত্র ইউনিয়ন। আশা করছি এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোকে পাশে পাব।
এসময় শাখা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মাহবুবা জাহান রুমি বলেন, আমরা ছাত্রদের অধিকার আদায়ে সংগ্রাম করি। অন্যায়- অবিচারের বিরুদ্ধে আন্দোলন করি। আমরা সমস্ত প্রগতিশীল ছাত্রসংগঠন একাত্ম হয়ে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করব৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি উজ্জ্বল চৌধুরী মারমা, সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি আশুতোষ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সায়মা আক্তার মিশু, সদস্য নুসরাত হক চেরি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চবি শাখার দপ্তর সম্পাদক শুকলা চাকমা প্রমুখ। এছাড়াও সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর













