বিনোদন ডেস্ক »
বলিউডের সেরা নায়িকাদের একজন আলিয়া ভাট। এরইমধ্যে হলিউডে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার তার মুকুটে যোগ হলো আরও একটি পালক। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটি বিশ্বের প্রভাবশালী নারীর একটি তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় উঠে এসেছে আলিয়ার নাম। এ খবর আলিয়ার কানে পৌঁছতেই উচ্ছ্বসিত তিনি। আলিয়ার পাশাপাশি এই তালিকায় রয়েছেন মিলি অ্যালকুক, এমিলি ক্য়ারির মতো হলিউড তারকারা।
আলিয়ার আগে বলিউডের অনেকেই বিশ্বের বুকে নিজেকে ও ভারতকে তুলে ধরেছেন। তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন যারা আন্তর্জাতিক মঞ্চ জয় করছেন, তাদের পেছনে ফেলে আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম লিখিয়ে ফেললেন আলিয়া।
সম্প্রতি আলিয়া ব্যস্ত আছেন নতুন ছবির কাজে। মেয়ে রাহাকে নিয়ে ওই ছবির শুটিংয়ে কাশ্মীরে রয়েছেন তিনি। ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ নামের ছবিটির একটি গানের দৃশ্যধারণ করা হচ্ছে সেখানে। মেয়ে ছাড়াও আলিয়ার সঙ্গে আছেন তার মা ও বোন। ছবিটির পরিচালক করণ জোহর। এই ছবির মাধ্যমে পাঁচ বছর পর নির্মাণে ফিরেছেন করণ।