ক্রীড়া ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের লড়াইটা শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। শনিবার (২১ অক্টোবর) সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানের ব্যবধানে গুঁড়িয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু করল নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করে ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসে ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান তোলে। কনওয়ে ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। ২০১ রানের জবার ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের ঘূর্ণির সঙ্গে পেসারদের তোপে ১৭.১ ওভারে ১১১ রানে অল আউট হয় অজিরা। এতেই সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পেয়ে যায় ৮৯ রানের বিশাল জয়।













