১২ নভেম্বর ২০২৫

বিশ্ব পরিবেশ দিবসেই বাংলাদেশ পড়েছে পরিবেশ বিপর্যয়ের মুখে

বাংলাধারা প্রতিবেদক» 

আজ রোববার (৫জুন) সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। যেখানে বাংলাদেশ পড়েছে পরিবেশ বিপর্যয়ে। সীতাকুন্ডে ঘটে যাওয়া দুর্ঘটনায় পুরো আকাশ ছেঁয়ে গেছে কালো ধোঁয়ায়। বিস্ফোরণের কারণে ডিপোতে মজুদকৃত রাসায়নিক পদার্থ মিশে গেছে বাতাসে।

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো এলাকাজুড়ে। রাসায়নিক পদার্থ নালা বেয়ে সমুদ্রের সাথে মিশে যাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। সেনাবাহিনীর একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম এবিষয়ে চালিয়ে যাচ্ছে কড়া নজরদারি।

১৯৬৮ সালের ২০মে প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়ে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৭২ সালের ৫-১৬জুন জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে  জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।

১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছরই এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ