২৯ ডিসেম্বর ২০২৫

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল শুরু

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল শুরু হয়েছে। ‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বিশ্বের সাথে তাল মিলিয়ে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে শুরু হয়েছে নানা আয়োজন।

সকাল ১০টায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পর্যটন দিবস উপলক্ষে র‍্যালীর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ। সৈকতের লাবনী পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে পর্যটন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে টুরিস্ট পুলিশের মোটরসাইকেল শোভাযাত্রা, সমুদ্র সৈকতের ঘোড়ার বহর, বিচ বাইকসহ কক্সবাজারের ঐতিহ্য প্রদর্শনী শোভা পায়। এছাড়াও পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে কক্সবাজার পর্যটক সংশ্লিষ্ট বিভিন্ন বিভিন্ন মানুষ অংশ নেয়।

র‌্যালীতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, কক্সবাজার মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমানসহ ট্যাুর অপরেটর, জেলা প্রশাসন ও পর্যটন মোটেলের কর্মকর্তারা।

পরে লাবণী সৈকতে উদ্বোধন করা হয় সপ্তাহব্যাপী পর্যটন মেলা। এটি চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কক্সবাজার জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

২৩০ টি স্টল নিয়ে মেলায় থাকছে খাদ্য উৎসব, লাইভ কুকিং শো এবং হোটেল-মোটেলের আবাসনে ৭০ শতাংশ ছাড়। এসব স্টলে কক্সবাজারের পর্যটকদের চাহিদাসম্পন্ন জিনিসপত্র তুলে ধরা হবে। একই সঙ্গে থাকবে আচার, শুটকি, পিঠাসহ হরেক রকমের আয়োজন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ