বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের মিরসরাইয়ে মদ পানের পর বিষপান করে আত্মহত্যা করেছে কৃষ্ণ দেবনাথ (৪০) নামে এক যুবক। এই ঘটনায় পূর্ব শত্রুতার জেরে কৃষ্ণ’র ভাগ্নি জামাই স্থানীয় দুই যুবককে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানায় স্থানীয়রা। তবে পরিবারের দাবি, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের।
রোববার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষ্ণ উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত মধুসুদনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
স্থানীয়রা জানান, মূলত প্রতিহিংসা থেকে আত্মহত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। নিজের ভাগ্নি জামাই গুনাই নাথ তাকে আত্মহত্যা করতে প্ররোচণা দেয়।
জানা যায়, নিহত কৃষ্ণ মাদক সেবন করতো। প্রতিদিন মদ পান করার ফলে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতো।
এদিকে, ঘটনাটিকে অন্যভাবে প্রচার করছে নিহত কৃষ্ণ’র ভাগ্নি জামাই গুনাই নাথ। গত ইউপি নির্বাচনে সে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে আনতে স্থানীয় দুই যুবক নিখিল ও ভুক্কুকে প্রস্তাব দেয়। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তার সাথে দূরত্ব সৃষ্টি হয় ওই দুই যুবকের। আত্মহত্যার ঘটনাটিকে সে ভিন্নখাতে প্রভাবিত করতে এবং দুই যুবকের বিরুদ্ধে নিহত কৃষ্ণ’র ছেলেকে হুমকিও প্রদান করে।
নিহত কৃষ্ণ’র একমাত্র ছেলে সুব্রত দেবনাথ বাংলাধারাকে বলেন, গত ২১ আগস্ট মাদকাসক্ত হয়ে আমাকে এবং আমার মাকে মারধর করেন। এরপর তিনি পাশের একটি বাগানে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় কারও বিরুদ্ধে আমার পরিবারের কোনো অভিযোগ নেই। বিচার না পেয়ে আত্মহত্যার ঘটনার বিষয়টি সঠিক নয়। ঘটনাকে কেন্দ্র একটি মহল আমাদের কে ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনার আগে কৃষ্ণ দেবনাথের স্ত্রী লিপি রাণী নাথ কৃষ্ণ’র বিরুদ্ধে মাদক সেবন, পরিবারের ভরণপোষণ না চালানো এবং মারধরের জন্য স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর কাছে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামল দেওয়ানজী বলেন, কৃষ্ণ’র মাদকসক্ত এটি এলাকার সবাই জানে । সে তিনি পরিবারের ভরণ-পোষণ চালাতেন না। গত শুক্রবার সে তার স্ত্রীকে মারধর করে। এই বিষয়ে তার স্ত্রী আমাকে অভিযোগ জানায়। আমি সামাজিকভাবে এটি মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, নিহত কৃষ্ণ’র বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, নিহত কৃষ্ণ মাদক সেবন করতো। এই বিষয়ে যদি পরিবারের কোনো অভিযোগ থাকে তা খতিয়ে দেখা হবে।
বাংলাধারা/আরএইচআর/এসএআর












