বিপিএলে দলকে শিরোপা জিতিয়ে ফুরফুরে মেজাজে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুঞ্জনের শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তিনি নিজেই নাকচ করে দিয়েছেন। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে আসতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।
শনিবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি দাবি করেন, তামিম নিশ্চিতভাবেই বিসিবির বড় দায়িত্বে আসছেন।
তিনি আরও জানান, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলরশিপ কিনতে যাচ্ছেন তামিম। শুধু তাই নয়, দল গঠনের পাশাপাশি স্পন্সর জোগাড় করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিসিবির নিয়ম অনুযায়ী, বোর্ড পরিচালক হতে হলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে হয় এবং কোনো ক্লাবের কাউন্সিলর হতে হয়। সেই পথেই কি এগোচ্ছেন তামিম? যদি তাই হয়, তবে খুব শিগগিরই বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে দেখা যেতে পারে দেশের অন্যতম সফল এই ব্যাটসম্যানকে।
তবে এ বিষয়ে এখনো তামিম ইকবাল কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন, তাদের প্রিয় ওপেনারের নতুন ভূমিকায় দেখার জন্য!