বাংলাধারা ডেস্ক »
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।
নিহত হাসানের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে, তাঁর স্ত্রী স্বপ্নার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।
স্বজনদের বরাত দিয়ে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, প্রায় আড়াই মাস আগে হাসান প্রেম করে স্বপ্নাকে বিয়ে করেন। মাত্র আড়াই মাসের দাম্পত্য জীবনে সৃষ্টি হয় কলহের। এর জেরে আজ শনিবার ভোরে নিজ বাড়িতে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলেন স্বামী-স্ত্রী দুজনই।
তিনি বলেন, পরিবারের লোকজন টের পেয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মৃত্যু হয় স্ত্রী স্বপ্নার। আশঙ্কাজনক অবস্থায় স্বামী হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন এসআই মোয়াজ্জেম হোসেন।
সূত্র: এনটিভি অনলাইন
বাংলাধারা/এফএস/এমআর













