২৫ অক্টোবর ২০২৫

বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৭ লাখ টাকা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৭ লাখ ১৬ হাজার ৯৪০টাকা। দান বাক্স খোলার পর প্রাথমিক গণনা শেষে সন্ধ্যায় এ টাকার হিসাব পাওয়া যায়।

বুধবার (২৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী দানবাক্সের এ টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে এসব টাকা জমা করা হয়।

এবার ৩৭তম গণনায় ৭ লাখ ১৬ হাজার ৯৪০টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।

টাকা গণনাকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ হানিফ, মো. এয়াকুব, মৌলানা মো. হোছাইন, মো.আবদুর গফুর, আসফিকুল আলম, মাহফুজুল হক আলকাদেরী, মো. আবদুল করিম, মো.ফরিদ, মো. আনোয়ার, সোহেল আজাদ, সাবের আহমদ, মো.বখতেয়ার মিয়া, মো.মুছা মিয়া, মো.সাব্বির, মো. আরবান, থানার উপ-পরিদর্শক মিনহাজ, কপিল উদ্দীন, সুমন কান্তি দে, আবদুস সালাম, মো. বাবু, মো. সুমন, মো. শরীফ, মো. মারুফ ও মো. সোহাইল আজাদ।

আরও পড়ুন