২৬ অক্টোবর ২০২৫

বুধবার থেকে আইসিইউ সুবিধা পাবেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগীরা

বাংলাধারা প্রতিবেদন »  

গত ৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেনারেল হাসপাতালের জন্য নতুন ১০টি আইসিইউ শয্যা পাঠানো হয়। আসার পর সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এগুলো বসানোর কাজ শুরু হয়েছিল। ইতোমধ্যে আইসিইউ ইউনিটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইসিইউ বেড চালানোর মত দক্ষ লোকবল না থাকায় এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৫ জন ডাক্তারকে সাময়িক সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৫ জনের এই দলটিতে এনেসথেসিয়া স্পেশালিস্টও রয়েছেন। আইসিইউ ইউনিট চালানোর পাশাপাশি করোনা ওয়ার্ডে প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা সেবা দিতেও এই টিমটি কাজ করবে।

তিনি আরও বলেন, করোনার পরিস্থিতি মোকাবেলায় যখন যাকে যেখানে দরকার সেখানে সংযুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে এই ডাক্তারদের জেনারেল হাসপাতালে সাময়িক সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বরতদের মধ্য থেকে এই ২৫ জনকে বাছাই করে নেওয়া হয়েছে। এর বাইরে ৬ জন স্টাফ ও ৬ জন টেকনোলোজিস্টও নতুন করে সংযুক্ত করা হয়েছে এই হাসপাতালটিতে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘আমাদের স্ট্রাকচারাল সব কাজ শেষ। পরশু ঢাকা থেকে একটা টিম আসবে। উনারা ভেন্টিলেটরগুলো সেট করবেন। আর পুরো সেটআপটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। সব ঠিকঠাক থাকলে মঙ্গল-বুধবার থেকে আইসিইউ বেডে রোগী নেওয়া সম্ভব হবে আমাদের জন্য।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন