৫ নভেম্বর ২০২৫

বুবলি-নিরব ‘ক্যাসিনো’তে!

বাংলাধারা বিনোদন »

এ সময়ের আলোচিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। আর আব্বাস’ খ্যাত অভিনেতা নিরব। দুজনেই এখন ‘ক্যাসিনো’ নিয়ে ব্যস্ত।

বুবলি সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে পথ চলা শুরু করেন রূপালী পর্দায়। এরপর থেকেই একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। আর তার প্রতিটা ছবির বিপরীতেই নায়ক হিসেবে ছিলেন শাকিব খান।

এবার আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এ নায়িকা। ‘দেশা দ্য লিডার’ ও ‘পাষাণ’ ছবির আলোচিত নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি।

বিশেষ এক সূত্রের বরাতে জানা গেছে, ছবিতে বুবলির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘আব্বাস’ খ্যাত অভিনেতা নিরব। ক্যাসিনো’র গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, দুই তারকাশিল্পীকে নিয়ে নতুন ছবি করতে যাচ্ছি। কে থাকছেন সেটা এখনই বলতে চাই না। এরই মধ্যেই ছবির পোস্টার প্রকাশ পেয়েছে।

জানা যায়, আগামী ২০ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে ছবিটির শুটিং। এছাড়া ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে ‘ক্যাসিনো’ ছবির গানের শুটিং শুরু হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ