৪ নভেম্বর ২০২৫

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব দেশ গড়ে তুলতে হবে : মেয়র

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ করে পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে নগরীর দামপাড়া সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম এ ছালাম।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, কার্যকরি পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী, মো. ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম’র যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তিন হাজার বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন