৩১ অক্টোবর ২০২৫

বৃক্ষরোপণে ভিবিডি, স্বস্তিতে পৃথিবী

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে, পরিবেশের জন্য গাছের প্রয়োজনীয়তা এবং জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)- চট্টগ্রাম জেলা পূর্ব মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজন করেন গ্রীন স্কুল এবং জিরো ওয়েস্ট ১০১ নামক প্রকল্পের। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলো আমেরিকান কর্নার চট্টগ্রাম।

এতে ৬০ জনেরও অধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়ন করে। স্বেচ্ছাসেবকরা তাদের নিজস্ব ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে, সেগুলি কেটে মাটি দিয়ে ভর্তি করে এবং প্রায় ৭০টিরও বেশি গাছের চারা রোপণ করেন এবং চারাগুলো টাঙানো হয় স্কুল বারান্দায় , যা একটি নান্দনিক এবং পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।

শুধুমাত্র গাছ রোপণই নয়, ১০০ জনেরও অধিক শিক্ষার্থীর মধ্যে, কীভাবে তাদের দৈনন্দিন জীবনে পরিবেশ রক্ষা করতে পারে, প্লাস্টিক বর্জন করতে পারে এবং পুনর্ব্যবহার করতে পারে ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজিব হোসাইন, রেয়াজুল জান্নাত, ইসমাইল হোসেন।

ভিবিডি-চট্টগ্রামের প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে স্কুল ও সমাজে সবুজায়নের বার্তা ছড়ানো এবং তাদেরকে দায়িত্বশীল করে তোলা। এছাড়াও অংশ নেন সুজয় বড়ুয়া, আহনাফ সাফিন, সাইফুল ইসলাম, তাহসিনা আক্তার আরশি, জয়নাল আবেদীন, রাফি উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন