প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে পিসিআইইউ ভলান্টিয়ার্স।
সোমবার (১৭ মার্চ) দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ইফতার আয়োজনের মাধ্যমে তাদের ‘শেয়ারিং হ্যাপিনেস’ ইভেন্টের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর মো. রাশেদ খান মিলন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর তাসলিমা আক্তার ইরিন, মো. আরাফাত ইসলাম, জাহিদ খান ও মোহাম্মদ ইশতিয়াক।
এছাড়া পিসিআইইউ ভলান্টিয়ার্সের লিডার কাজী মো. আমিন, কো-লিডার ঋদিকা দাশ তন্বী ও মুজতাহিদ হাসান, ট্রেজারার শ্রীশান্ত মহাজন, আইটি হেড মোহাম্মদ মারুফ মনি, বিভিন্ন ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পিসিআইইউ ভলান্টিয়ার্সের সদস্যরা বৃদ্ধাশ্রমের প্রবীণদের সাথে সময় কাটান, তাদের অভিজ্ঞতা ও জীবনসংগ্রামের গল্প শোনেন। কেউ কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, আবার কেউবা বিভিন্ন স্মৃতিচারণে আনন্দ পান।
সংগঠনটির উদ্যোগে প্রায় ১০০ জনের জন্য ইফতার আয়োজন করা হয়।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পিসিআইইউ ভলান্টিয়ার্স প্রতি বছর এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে।