৫ নভেম্বর ২০২৫

বৃষ্টিতে বন্ধ খেলা

দ্বিতীয় পর্বে আজ আবারও শুরু হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর। প্রথম পর্বে একমাত্র টেস্টে আফগানদের রেকর্ড ব্যবধানে হারিয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। সপ্তম ওভারে তামিমকে ফিরিয়ে টাইগারদের ওপেনিং জুটি ভাঙা আফগানরা ম্যাচের ১২তম ওভারেই ফিরিয়েছেন লিটন দাসকেও। এরপরের ওভারেই মোহাম্মদ নবীর বলে আউট হন নাজমুল হাসান শান্ত। এরপরই নামে বৃষ্টি। ফলে ম্যাচের পনের ওভার পরই বন্ধ হয়ে যায় খেলা।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ইনিংসের সূচনা করেন তামিম ইকবাল এবং লিটন দাস। আফগানদের হয়ে প্রথমে বোলিংয়ে আসেন ফজল হক ফারুকি। উইকেটে ঘাস থাকায় দেখেশুনেই খেলতে থাকেন দুই টাইগার ওপেনার। দ্বিতীয় ওভারে অভিষিক্ত বোলার সেলিম সাফির বলে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন তামিম।

তামিম-লিটনের সতর্ক শুরুর পরও এদিন সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম ওভারে ফারুকীর বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেন শতভাগ ফিট না হয়েই খেলতে নামা তামিম। ২১ বলে দুই চারে ১৩ রান করে এ টাইগার ওপেনার ফিরলে ব্যাটিংয়ে আসেন নাজমুল হাসান শান্ত।

তামিম সাজঘরে ফেরার পর লিটন-শান্ত জুটিতে প্রথম পাওয়ার প্লে শেষে ৪৮ রানের সংগ্রহ পায় টাইগাররা। এরপর উইকেটে সেট হয়েও ম্যাচের ১২তম ওভারে মুজিব উর রহমানের বলে ক্যাচ তুলে আউট হন লিটন দাস। ডিপ স্কয়ার লেগে এই টাইগার ওপেনারের তোলা সহজ ক্যাচ মুঠোবন্দী করেন রহমত শাহ। ২৬ বলে খেলা ইনিংসে দুই চার এক ছয়ে ডানহাতি এ ব্যাটার করেছেন ৩৫ রান।

এদিকে লিটনের পর সাকিব আল হাসানের মাঠে নামলেও তাকে খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি শান্ত। পরের ওভারেই নবীর বলে ক্যাচ তুলে ১২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন এ বাঁহাতি ব্যাটার। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভার তিন উইকেট হারিয়ে ৮৪ রান। ক্রিজে অপরাজিত আছেন তৌহিদ হৃদয় এবং সাকিব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ