৩১ অক্টোবর ২০২৫

বৃহস্পতিবার ওয়েজ বোর্ডের ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম : আগামী চারদিনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের ফাইল প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার রাতে রাংগুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রাম এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন,বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শেষে এ ফাইল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে।

‘খুব শিগগির ওয়েজ বোর্ডের ঘোষণা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সেটা মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেয়া হবে।’

এসময় তিনি সংবাদকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহবান জানান মন্ত্রী।

মন্ত্রী রাংগুনিয়ার উন্নয়ন-অগ্রগতিতে চট্টগ্রামে করমরত রাংগুনিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আরো বেশি ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন এবং শহরে নবগঠিত রাংগুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স-এর অফিস করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়ে রাংগুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের অাহবায়ক আজাদ তালুকদার, সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোস্তফা ইউসুফ, রনি দত্ত, এম এ হাসেম, আশরাফুন নূর, কাকন দেব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন