বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে তিনি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডং।
এর আগে, হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।
চার দিনের চীন সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে বক্তব্য দেন এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত আটটি অনুষ্ঠানে যোগ দেন।
এআরই /বাংলাধারা