চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্মার্ট সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মিরসরাইবাসীকে অগ্রাধিকারভিত্তিতে চাকুরির ব্যবস্থার জন্য শিল্পমালিকদের নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবো এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবো। মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো।’
বুধবার (২৭ ডিসেম্বর) মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে গনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
সকালে কমলদহ, কমরআলী, সাহেরখালী, ডোমখালী, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ, হাদিফকিরহাট, বড়দারোগারহাট এলাকায় এবং বিকেলে ইছাখালী ইউনিয়নের সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, টেকেরহাট বাজার, মাদবারহাট বাজার, আবুরহাট বাজার, ঝুলনপোল বাজার, ৬ নং রাস্তার মাথা, ভূঁইয়ারোড় রাস্তার মাথা এলাকায় গনসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি বলেন, ‘আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে আমি শুধু মানুষকে সেবা দিয়ে গেছি। সেবা প্রদানের ক্ষেত্রে আমি কখনো দল বিবেচনা করিনি। আমার শরনাপন্ন হয়ে কেউ সেবা পায়নি এমন কোন নজির আমার জানা নেই। আমি অতীতে সুখে-দুঃখে মিরসরাইবাসীর সাথে ছিলাম, যতদিন বেঁচে থাকবো মিরসরাইবাসীর সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।’
পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাসেদ, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নসহ নেতৃবৃন্দ।













