২১ জানুয়ারি ২০২৬

বেগম জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস কাদেরের শোক প্রকাশ

বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এক শোক বার্তায় সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবিনাশী মনোবল এবং জনগণের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে একাগ্র চিত্তে লড়াই চালিয়ে গেছেন। শত জুলুম-নির্যাতন সত্ত্বেও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাননি তিনি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সহধর্মিনী হিসেবে গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে স্বীয় দক্ষতা ও যোগ্যতাবলে পরিচালনা করে জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন বারবার।”

তিনি আরও বলেন, “আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার আপোষহীন ঐতিহাসিক ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পৃথিবীর বুকে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে বেগম খালেদা জিয়ার নাম। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

আরও পড়ুন