পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল অভিযান চালিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া খরনা রাস্তার মাথা এলাকা হতে বেধে সেজে ইয়াবা পাচার করার সময় ১২০০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
আটককৃত ইনামুল হোসেন (৩১) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামের ওহাব হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা হতে তাবিজ কবজ নিয়ে এক যুবক বেধে সেজে কক্সবাজার হতে ইয়াবা নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে আসার পথে ইনামুল হোসেন নামের একজনকে ১২০০ পিস ইয়াবাসহ আগে হতে উৎপেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে আটক হন। এসময় তার কাঁধে ঝুলানো ব্যাগে যেখানে তাবিজ কবজসহ আরো যা কিছু ছিল সে ব্যাগে তল্লাশি চালিয় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি একজন মাদক পাচারকারী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে কৌশল পাল্টানোর জন্য বেধে সেজে পটিয়ার খরনা রাস্তার মাথা এলাকায় গাড়িতে উঠার জন্য অপেক্ষায় থাকে। এসময় আমরা তাকে চ্যালেঞ্জ করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২০০পিস ইয়াবাসহ গ্রেফতার করি।
মাদক পাচারকারীকে জিজ্ঞেসাবাদে জানা যায়, ইয়াবাগুলো সে মুন্সিগঞ্জে নিয়ে যাওয়ার উদ্দোশ্যে কক্সবাজার হতে নিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













