৯ ডিসেম্বর ২০২৫

বেনাপোল বন্দরে আগুন, পুড়ে গেছে কোটি টাকার আমদানীপণ্য

বাংলাধারা ডেস্ক »

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল গোডাউনে আগুন লেগে কোটি টাকার আমদানী পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে এই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাস ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেমিক্যালের ঘর্ষণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পোর্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ তদন্ত টিম গঠন করে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারবে।

গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, গোডাউন খুলেই ভিতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আনসার সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নেভানো গ্যাস এনে আগুনে নিক্ষেপ করলে আগুন অনেকটা কমে আসে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা কাজ করলে আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস জানান, কিভাবে আগুন লেগেছে এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত টিম গঠন করা হবে। তদন্ত টিম রিপোর্ট দিলে আগুন লাগার কারণ জানা যাবে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ