বাংলাধারা প্রতিবেদন »
বেপজার নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশন ( বেপজিয়া)।
সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম ইপিজেডের ইনভেস্টারস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অভ্যর্থনা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বেপজা চেয়ারম্যান সকল বিনিয়োগকারী এবং বেপজিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় তিনি সব ধরনের সহায়তার আশ্বাস প্রধান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য বিনিয়োগকারীদের স্বাগত জানান। তিনি আশাব্যক্ত করেন, আগামীতে বেপজার সাথে বেপজিয়ার সুসম্পর্ক বজায় রাখার ফলে ইপিজেডে বিনিয়োগকারীগন আরো বেশি উপকৃত হবেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেপজিয়া এবং প্যাসিপিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম, নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জোনাল প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ।
বেপজিয়ার এক্সিকিউটিভ সেক্রেটারি মোস্তফা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিএমইএ পরিচালক অন্জন শেখর দাশ, ইয়াং ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়খ শাহীনুর রহমান, ধন্যবাদ জ্ঞাপন করেন বেপজিয়ার জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ।
বাংলাধারা/এফএস/এইচএফ













