বাংলাধারা প্রতিবেদন »
বেপজিয়া’ র পক্ষ থেকে বেপজার সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি কে বিদায় সম্বর্ধনা।
শনিবার (২ জানুয়ারি) বেপজিয়া হল রুমে বেপজার বিদায়ী চেয়ারম্যানকে বিদায় সম্বর্ধনা দেয়া হয়।
বেপজিয় চেয়ারম্যান জনাব এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলনে বিভিন্ন ইপিজেড থেকে আগত বিনিয়োগকারী বৃন্দ এবং বেপজার হাই অফিসিয়াল ও সরকারি কর্মকর্তা বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বেপজিয়ার জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ।
বেপজিয়ার এক্সিকিউটিভ সেক্রেটারি মোস্তফা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বেপজার বিদায়ী চেয়ারম্যানকে সম্মাননা স্মারক তুলে দেন বেপজিয়ার সেন্ট্রাল ও জোনাল কমিটির সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বেপজা চেয়ারম্যান ইপিজেডে বিনিয়োগ কারীদের অবদানের কথা উল্লেখ করেন। অদূর ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ ভুমিকার আশা ব্যক্ত করেন।
বেপজিয়ার চেয়ারম্যান তার বক্তব্যে বেপজা চেয়ারম্যানের অবদানের কথা তুলে ধরেন।
বাংলাধারা/এফএস/এইচএফ













