২৫ অক্টোবর ২০২৫

বেবোর মুখে ৩০ হাজার টাকার মাস্ক

বাংলাধারা বিনোদন  »

কারিনা কাপুর খান। যিনি চলেন নিজের খেয়ালে। ভারতে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় এবার ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বলিউডের বেবো।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সামাজিক পাতায় সম্প্রতি কারিনা কাপুর খান কোভিড-সচেতনতামূলক একটি পোস্ট দিয়েছেন। সেখানে তাঁকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত দেখা যায়। আর মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন।

কারিনা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’ ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরিহিত। তাঁর মুখে লুইস ভুটনের মাস্ক। আর মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।

কারিনা কাপুর খানকে সবশেষ ইরফান খানের বিপরীতে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় দেখা গেছে। আগামীতে তাঁকে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে, যেটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি সংস্করণ। এতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন আমির খান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন