বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।
‘বিনা চিকিৎসায় আরেকটিও মৃত্যু যেন না হয়’ এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে সেবা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
মঙ্গলবার (২ জুন) বিকাল ৩ টায় নগরীর দামপাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির সামনে (জমিয়তুল ফালাহ মসজিদ গেইটের সামনে) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু বলেন, করোনা পরিস্থিতি চট্টগ্রামে মারাত্মক অবস্থায় পৌঁছেছে। এ অবস্থায় চিকিৎসা এবং করোনা টেস্টে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। সরকারের পাশাপাশি বেসরকারী হাসপাতাল, ক্লিনিকগুলোকেও করোনা রুগীর চিকিৎসা দিতে হবে, চিকিৎসা না দিয়ে কাউকে ফেরত দেওয়া যাবে না। বিনা চিকিৎসায় আরেকটিও মৃত্যু যেন না হয় এই দাবীতেই আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি।
উল্লেখ্য, মানববন্ধনে দুর্নীতিবাজ বেসরকারি হাসপাতাল মালিকদের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। একই সাথে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে চলার জন্যও সকলের প্রতি আহবান জানায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













