২৭ অক্টোবর ২০২৫

বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেলেন বিজিএমইএ সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী

বাংলাধারা ডেস্ক »

বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মূদ্রা অর্জনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘এক্সপোর্ট এক্সিলেন্স কোম্পানি ক্যাটাগরি’তে ডাটা এক্সচেঞ্জ এর প্রোপ্রাইটর হিসেবে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ ফ্লিম আর্কাইভ-এ ‘বেসিস’ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাকিবুল আলম চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বেসিস কর্তৃক তাঁকে সম্মানিত করায় তিনি উচ্ছাস প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাকিবুল আলম চৌধুরী।

তিনি বলেন, নন-ট্রেডিশনাল খাতে রপ্তানিতে দেশের সেরা পারফরমারদের চিহ্নিত করে এ ধরনের সম্মাননা উদ্যোক্তাদেরকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মূদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন