বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম কাস্টমস হাউসের একটি বৈদেশিক চালানের ডাক থেকে দুটো দুটি এইটএমএম পিস্তল ও ৬০ কার্তুজ বুলেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
রোববার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ইতালীর রোম থেকে আসা গৃহস্থালী পণ্যের নামে আসা চালানের একটি কার্টুন থেকে এসব জব্দ করা হয়।এই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তল ও রয়েছে বলে কাস্টমস হাউস।
কাস্টমস সূত্র জানা যায়,ইতালীর রোম থেকে রাজিব বড়ুয়া নামে এক বাংলাদেশী চট্টগ্রাামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির নামে চালানটি পাঠিয়েছেন।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রেজভী বলেন,পণ্যগুলো বিশেষভাবে লুকানো ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়েছে।
তিনি জানান,চালানটিতে মোট পিস্তল ছিলো ৪ টি।দুটি পিস্তল প্লাস্টিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা নেওয়া হচ্ছে।এছাড়া চালানটিতে ড্রিল মেশিন, কাঁচের গ্লাস,া সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।
চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম জানান,চালানটির প্রাপক এবং প্রেরকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।তিনি আরো বলেন,অস্ত্র গুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান













