বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের কর্ণফুলীর সৈন্যের টেক এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে মিনিবাসের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- মো. মোজাম্মেল হক (২৬)। মোজাম্মেল পটিয়ার জলুয়ার দিঘীর পাড় এলাকার মো. ওসমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলীতে একটি গার্মেন্টে চাকরি করতেন মোজাম্মেল হক। মিনিবাসে বাসায় যাওয়ার পথে বাসটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












